শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৬ শাওয়াল ১৪৪৬

বরিশালের ছয়টি পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

বরিশাল অফিস

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আরও ৫৯ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে বরিশালের ছয়টি পৌরসভায় বিএনপির প্রার্থী চূরান্ত করা হয়েছে। মনোনীতরা হলেন ভোলার বোরহানউদ্দিনে মো. মনিরুজ্জামান ও দৌলতখানে মো. আনোয়ার হোসেন, বরিশালের গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ ও মেহেন্দীগঞ্জে মো. জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠির নলছিটিতে মো. মজিবুর রহমান এবং পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. শফিকুল ইসলাম ফরিদ।

উল্লেখ্য,গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এই ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন হবে আগামী ৩০ জানুয়ারি। এ ধাপে পৌরসভাগুলোতে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।