৮০০ বছর পর একসঙ্গে দেখা গেল শনি-বৃহস্পতি (ভিডিও)
প্রকাশিত : ১২:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১২২৬ সালে খালিচোখে আকাশে দেখা গিয়েছিল শনি ও বৃহস্পতি গ্রহকে। ৮০০ বছর পর ফের দুটি গ্রহকে খালিচোখে পাশাপাশি দেখা গেল গতকাল সোমবার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর থেকেই শনি আর বৃহস্পতি গ্রহকে আকাশে দেখা গিয়েছে। পাশাপাশি না হলেও ক্রমশ গ্রহদুটি পাশাপাশি সরে এসেছে। সোমবার রাতে গ্রহ দুটি পরস্পরকে অতিক্রম করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশবিজ্ঞানী হেনরি থ্রুপ।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও মহাকাশবিজ্ঞানের অধ্যাপক প্যাট্রিক হার্টিগান বলেছেন, বৃহস্পতি আর শনি প্রতি ২০ বছর বা তার কাছাকাছি সময় পরপর পরস্পরকে অতিক্রম করে। কিন্তু এবারের মহা সংযোগে এই দুই গ্রহ খুব কাছাকাছি অবস্থান করবে। তিনি বলেন, এর আগে ১২২৬ সালের ৪ মার্চ গ্রহ দুটি এতটা কাছে এসেছিল। আর এ কারণেই সৌরজগতের এই ঘটনাকে ‘মহা সংযোগ’ বলছেন মহাকাশবিজ্ঞানীরা।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আর সূর্যের এই পরিবারের সবচেয়ে উজ্জ্বল সদস্য শনি। নিজ নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় সৌরজগতের গ্রহগুলো প্রায়ই একে অপরকে অতিক্রম করে। নাসার তথ্যমতে, খুব কাছাকাছি চলে আসার পরও সোমবার শনি আর বৃহস্পতির মধ্যে দূরত্ব ছিল কোটি কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, গ্রহ দুটি এ সময় একে অপরের থেকে প্রায় ৭৩ কোটি কিলোমিটার দূরে ছিল। এরপর শনি আর বৃহস্পতির মধ্যে এমন মহা সংযোগ ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। তারপর বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২৪০০ সাল পর্যন্ত।