বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬২

″তরুণ লেখক রাসেল মাহমুদের প্রথম বই″

মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

টগবগে এক তরুণ লেখক নাম রাসেল মাহমুদ।  শৈশব থেকেই লেখালেখি এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেই ভালোবাসে। নিস্তব্ধতায় গল্প পড়তে লিখতে খুবই ভালোবাসেন।

 লেখালেখির তীব্র বাসনা রাসেল মাহমুদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। লেখালেখির মাঝে অনেক বাধা বিপত্তি আসে তবুও হাল না ছেড়ে দিয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলেন। অবশেষে তার প্রথম প্রকাশিত আত্ম উন্নয়ন মূলক ″জীবন স্ক্রিপটেড নয়″ বইটি প্রকাশিত হয়।

সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতেই বেশ পছন্দ করেন তিনি। তার ইচ্ছে সবাইকে তার লিখা পড়ার মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে সফলতার মূল দিগন্তে পৌঁছে দেওয়ার।শৈশব থেকেই স্বপ্ন দেখে আসছেন মোটিভেশনাল স্পিকার হওয়ার।সবাই তাকে ফেইস এ চিনুক এটা তিনি চান না।সবাই তাকে তার নামে জানুক তার নামে চিনুক তার লেখাকে শুধু ভালোবাসুক এটাই তার চাওয়া। তিনি সবসময় বাস্তব সম্মত কথা লিখতেই পছন্দ করেন।তিনি আরো জানিয়েছেন তিনি কাউকে খুশি করার জন্য কখনো লিখালিখি করেন না‌।তিনি জানিয়েছেন নিজের মনকে প্রশান্ত করার জন্য সবসময় লিখি।যে লেখায় নিজের মনকে প্রশান্ত করতে পারি সেই লেখাই তার কাছে অনেক বেশি প্রিয়।তিনি বিশ্বাস করেন যে লেখায় নিজের মনকে প্রশান্ত করতে পারি সে লেখা পাঠকের মনে অনেক প্রভাব পড়বে।পাঠক সে লেখা পড়ে অনেক ভালো কিছু অনুধাবন করতে পারবেন।সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তার মূল্যবান কথা গুলো।তিনি আরো জানিয়েছেন নামের মতোই সুন্দর জীবন স্ক্রিপটেড নয় বইটি। একবার কেউ পড়লে মুগ্ধ হয়ে ফিরবেন যে কেউ। জীবনের শেষ পর্যন্ত সাহিত্য নিয়েই কাজ করতে চান।যতো বাধা বিপত্তি আসুক তবুও তার লেখা কোনদিন বন্ধ করবেন না।তার চমৎকার বইটি অমর একুশে বইমেলায় (দুয়ার প্রকাশনী ৫৭০ নং স্টলে) কিংবা রকমারিতেও অথবা তার কাছ থেকে পাঠকরা সংগ্ৰহ করতে পারবেন বলে জানিয়েছেন।

প্রথম বই একজন লেখকের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। সেই আনন্দ আরো গাঢ় হয় যখন বইটি পাঠকের হাতে হাতে পৌঁছে। এভাবেই সারা বিশ্বে তার রচিত গ্ৰন্থটি সবার মাঝে ছড়িয়ে দিতে চান।

এই বিভাগের আরো খবর