সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

১৩০ করলেই ফাইনালে পাকিস্তান, বিদায় নেবে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

জিতলেই এশিয়া কাপের ফাইনাল- এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের অল্প রানে বেঁধে ফেলাই ছিল বাবর আজমদের লক্ষ্য। বাবরদের উদ্দেশ্য সফল হয়েছে। আফগানিস্তানকে ১২৯ রানে আটকে ফেলেছে পাকিস্তানের বোলাররা।

টসে হেরে দারুণ শুরু করলেও তা ধরে রাখতে পারেনি আফগানরা। চতুর্থ ওভারে দলীয় ৩৬ রানে বিদায় নেন ১১ বলে ১৭ রান করা রাহমানউল্লাহ গুরবাজ। দলীয় ৪৩ রানে বিদায় নেন অপর ওপেনার হযরতউল্লাহ জাজাই। তিনি করেন ১৭ বলে ২২।

তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়লেও ইব্রাহিম জাদরান ও করিম জানাত খেলেছেন ধীরগতিতে। ১৯ বলে ১৫ রান করে জানাত বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর সুবিধা করতে পারেননি নাজিবুল্লাহ জাদরান (১০), মোহাম্মদ নবী (০)। আর ইব্রাহিম বিদায় নেন ৩৭ বলে ৩৫ রান করে।

শেষ দিকে রশিদ খানের ১৫ বলে ১৮ ও আজমতউল্লাহর ১০ বলে ১০ রানের কল্যাণে ৬ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান।  পাকিস্তানের পক্ষে পেসার হারিস রউফ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট শিকার করেন।

আজকের ম্যাচে পাকিস্তান জিতলে চলে যাবে ফাইনালে। সেই সঙ্গে বিদায় নেবে ভারত ও আফগানিস্তান।

এই বিভাগের আরো খবর