রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

১২ ফেব্রুয়ারি: নামাজের সময়সূচি

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রত্যেক মুসলমানের জন্য নামাজ একটি আবশ্যক ফরজ ইবাদত। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।
 

আজ রোববার (১২ ফেব্রুয়ারি), ২৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৪ হিজরি। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি।

জোহর : ১২টা ১৬ মিনিট।

আসর: ৪টা ১৫ মিনিট।

মাগরিব: ৫টা ৫৫ মিনিট।

এশা: ৭টা ১০ মিনিট।

ফজর : ৫টা ১৯ মিনিট (১৩ ফেব্রুয়ারি)।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম : -৫ মিনিট

সিলেট : -৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা : +৩ মিনিট

রাজশাহী : +৭ মিনিট

রংপুর : +৮ মিনিট

বরিশাল : +১ মিনিট