রোববার   ০৯ মার্চ ২০২৫   ফাল্গুন ২৫ ১৪৩১   ০৯ রমজান ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮

হোমনায় মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মাহফিল

মো. আবু রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫  

কুমিল্লার হোমনা উপজেলার ৯নং জয়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী অনন্তপুর দড়িকান্দি হাজী মাজেদুল ইসলাম দাখিল মাদ্রাসা’র দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১ টার দিকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অত্র মাদ্রাসা’র সুপার এ.এস.এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষক আবুল বাশার ও শিক্ষক হারুন অর রশিদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মানপত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনালগ্ন শুরু হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ৯ নং জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম - আহবায়ক আব্দুল আজিজ সাব মিয়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্যে বলেন- আজকের দিনটি আমাদের জীবনের এক বিশেষ অধ্যায়। তোমাদের বিদায়ের এই মুহূর্তে আমি মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। একদিকে তোমাদের সাফল্যের পথে পা বাড়ানোর জন্য আনন্দিত, অন্যদিকে বিদায়ের বেদনায় হৃদয় ভারাক্রান্ত। এই বিদ্যালয় শুধু পাঠশালা নয়, ছিল তোমাদের দ্বিতীয় ঘর।

 

এখানে তোমরা পড়াশোনার পাশাপাশি শিখেছো শৃঙ্খলা, সততা, মানবিকতা, আর দলবদ্ধভাবে কাজ করার গুণ। এই শিক্ষাগুলো তোমাদের জীবনের প্রতিটি ধাপে কাজে লাগবে।

 

জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে, কিন্তু সেগুলোকে শক্তি দিয়ে মোকাবিলা করো। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু মনে রেখো, প্রত্যেকটি ব্যর্থতা নতুন শিক্ষার দরজা খুলে দেয়। নিজের প্রতি বিশ্বাস রাখো, স্বপ্ন দেখো, এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো তোমরা সাফল্য অর্জন করবে।- ইনশাআল্লাহ

বিশেষ অতিথি’র বক্তব্যে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুম হাজী মাজেদুল ইসলাম জীবন - এর সুযোগ্য সন্তান ৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন- আমাদের এই বিদ্যালয়, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এই পরিবেশ চিরকাল তোমাদের জীবনের অংশ হয়ে থাকবে।

 

ভবিষ্যতে তোমরা যখন সাফল্যের চূড়ায় থাকবে, তখন এই বিদ্যালয়ের নাম তোমাদের মুখ থেকে শুনে আমরা গর্বিত হবো। তোমাদের যাত্রা শুভ হোক। তোমাদের জীবনের প্রতিটি অধ্যায় আলোয় পূর্ণ হোক। আমরা তোমাদের জন্য সর্বদা দোয়া করব। ধন্যবাদ এবং তোমাদের সবার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা।- আল্লাহ হাফেজ।

 

দোয়া ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন - জার্মান প্রবাসী আবু হানিফ, ৭নং ভাষানিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মো. বাবুল মিয়া, ইঞ্জিনিয়ার আল- আমিন, হোমনা টিভির সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবু রায়হান চৌধুরী, ইউপি সদস্য মো. মহারাজ মেম্বার প্রমূখ।

 

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিদায়, বিদায় নয়। এটা উচ্চ শিক্ষার পথে তোমাদের আরো এক ধাপ এগিয়ে দেওয়া। পরীক্ষায় ভালো ফলাফল করে মাদ্রাসার নাম উজ্জ্বল করার জন্য তারা পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরীক্ষার্থীদের পরীক্ষার নানা বিষয়ে দিক-নির্দেশনা দেন তারা।

 

এসময় মাদ্রাসাটির সহকারী সুপার সিরাজুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন, আবুল বাসার, জহির উদ্দিন, মোমেনুল হক, সোহেল রানা, বিলকিছ সুলতানা, আব্দুল বাক্কী, আব্দুল আউয়াল, জোছনা বেগম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবকগণ, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার এ.এস.এম সাইফুল্লাহ। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জানা গেছে প্রতিষ্ঠানটি থেকে এবছর ৪৭ জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এই বিভাগের আরো খবর