বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৪

হােসেন ফিলিং স্টেশনের মালিককে ১ লাখ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম। এসময় উপস্থিত ছিল গাংনী থানা পুলিশের একটিদল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে হােসেন ফিলিং স্টেশন থেকে একজন ব্যক্তি তার মােটরসাইকেলে পেট্রোল ক্রয় (কেনেন) করেন। পেট্রােল নেয়ার পরও মােটরসাইকেল বন্ধ হয়ে যায়। পরে মােটরসাইকেলের ট্র্যাঙ্কিতে  পেট্রোলের পরিবর্তে পানি লক্ষ্য করেন।

পেট্রোলের পরিবর্তে পানি মেশানাের বিষয় ভূক্তভােগীর অভিযোগ করার পর অভিযান চালানাে হয়। পেট্রোলে পানি মেশানাের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে হােসেন ফিলিং স্টেশনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরো খবর