বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

হামলার প্রতিবাদে ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৬ মে ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী নগরের অক্ট্রয় মোড় এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে সমাবেশ করে তাঁরা কর্মসূচি শেষ করেছেন।

সমাবেশে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। হত্যার উদ্দেশ্যে তারা এ হামলা চালিয়েছে। নইলে তারা হঠাৎ সন্ত্রাসী কায়দায় নিরস্ত্র ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে কেন?’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত সোমবার ক্যাম্পাসের বাইরে কর্মসূচি পালন করা হয়েছিল। কর্মসূচি শেষ করে যার যার মতো সবাই চলে যান। বিকেলে ক্যাম্পাসে বসে ছাত্রদলের কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হামলা চালানো হয়। এ ধরনের হামলা করে ছাত্রদলসহ গণতন্ত্র চর্চাকারী কোনো ছাত্রসংগঠনকে দমানো যাবে না। প্রয়োজনে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন।

এর আগে ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডি এম রাশেদ, সরদার জহুরুল, মেহেদী হাসান, বুলবুল রহমান, মাহমুদুল মিঠু, জহির রায়হান, এম এ তাহেরসহ ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদে সারা দেশের মতো গত সোমবার বিকেলে নগরের অক্ট্রয় মোড় এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। ওই কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিফলকের পেছনে ছাত্রদলের কয়েক নেতা-কর্মী বসেছিলেন। ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, এ সময় ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান, সদস্য জাকির রেজোয়ানসহ কয়েকজন আহত হন। ছাত্রদলের অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি কাবিরুজ্জামান রুহুল, শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহসভাপতি সাখাওয়াত হোসেন ওরফে শাকিলসহ ছাত্রলীগের ১০-১২ জন এ হামলায় অংশ নিয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়
এদিকে আজ বিকেলে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ ডিগ্রি গভ. কলেজ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মিছিলটি বিকেলে নগরের মালোপাড়ায় ভুবনমোহন পার্কে গিয়ে শেষ হবে।

এই বিভাগের আরো খবর