শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৮

হতাশ হওয়ার কিছু নেই, সফলতার পথেই আছে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

বিএনপি সফলতার পথেই আছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনেই পতন হবে সরকারের।
জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ঘরানার বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা। দলটির ২৭ দফার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পরামর্শ দেন তারা।
শান্তিপূর্ণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন অনিবার্য বলে মনে করেন বিএনপি নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই, সফলতার পথেই আছে বিএনপি। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা হচ্ছে একটি স্বপ্ন। এটি নিয়ে জনগণের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে।

সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ১৪ বছরে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের মতোই দেশে আরেকটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থান হবে। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। 

এই বিভাগের আরো খবর