মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৭

স্যালাইনের নল দিয়ে রক্ত বের হলে অজু ভাঙবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

কয়েক দিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়েছিল। ডাক্তার আমার শরীরে স্যালাইন দেওয়ার আগে আমি অজু করে নিয়েছিলাম, যেন সময়মতো নামাজ পড়ে নিতে পারি।

তবে আমার হাতে সুচ ঢোকানোর পর স্যালাইন ছাড়তে কিছুটা বিলম্ব হয়। এ কারণে নলের ভেতর কিছু দূর পর্যন্ত রক্ত বেরিয়ে আসে। এরপর স্যালাইন ছাড়লে আবার তা শরীরের ভেতর চলে যায়। জানার বিষয় হলো, ওই দিন স্যালাইন চলা অবস্থায় ওই অজু দ্বারা আমি দুই ওয়াক্ত নামাজ পড়েছিলাম। আমার ওই নামাজ কি হয়েছে, না পুনরায় পড়তে হবে।
এমন পরিস্থিতির ক্ষেত্রে আলেমরা বলেন,শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সুচ ঢোকানোর পর নলে কিছু দূর পর্যন্ত রক্ত বেরিয়ে আসার কারণে আপনার অজু ভেঙে গেছে। তখন অজু না করে যে দুই ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন তা আদায় হয়নি।