মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। 
শেখ ওয়ালিদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে বুধবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে তিনি (ওবায়দুল কাদের) ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগন্ট সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর