শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৮

স্বামীর জন্য মৃত স্ত্রীকে দেখা কি জায়েজ?

ইসলাম ডেস্ক    

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

স্বামীর জন্য মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ। স্ত্রীর জন্যও মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ। কেউ কেউ ধারণা করেন, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ নেই, স্ত্রীর জন্যও মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ নেই -এটা ঠিক নয়।

তবে স্বামী মৃত স্ত্রীকে স্পর্শ করতে, চুমু খেতে পারবেন কি না এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফার (রহ.) মতে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর সাথে তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাই মৃত স্ত্রীকে স্পর্শ করা বা চুমু খাওয়া স্বামীর জন্য জায়েজ নেই।

যদিও স্বামীর মৃত্যু হলে স্ত্রী তাকে স্পর্শ করতে, চুমু খেতে পারবেন। কারণ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর সাথে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয় না। স্বামীর সাথে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয় স্ত্রীর ইদ্দতের দিনগুলো অতিবাহিত হওয়ার পর। এ কারণেই ইদ্দতকালীন সময়ে বিয়ে করা নারীদের জন্য জায়েজ নেই।

অন্যান্য অনেক ইমামের মতে মৃত স্ত্রীকে স্পর্শ করা, চুমু খাওয়াও স্বামীর জন্য জায়েজ যেমন মৃত স্বামীকে স্পর্শ করা, চুমু খাওয়া স্ত্রীর জন্য জায়েজ।