বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

সৃজনশীল প্রকাশক সমিতি’র সাথে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার মতবিনিময় 

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪  

সৃজনশীল গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি’র প্রতিনিধিদল ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী-এর সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টাকে অভিনন্দন জানান। 


অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সাংস্কৃতিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করা, ইতিহাস সচেতনতা সৃষ্টি, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, পাঠ্যাভ্যাস তৈরি, সব মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রকাশক-লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 
মন্ত্রণালয়ের অধীন যেসব কার্যালয়ে বইপত্র ক্রয় করা হয়, সেই সকল কার্যালয়ের বই নির্বাচন ও ক্রয়ের ক্ষেত্রে আপোষহীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখা এবং অতীতের মতো লুটপাট না হওয়ার ব্যাপারে উপদেষ্টা তার প্রত্যয় ব্যক্ত করেন। প্রকাশক প্রতিনিধিরা নবনিযুক্ত উপদেষ্টার নীতির প্রশংসা করার পাশাপাশি বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করেছে, তাদেরকে কালো তালিকাভূক্ত করার আহ্বান জানায়।


২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অমর একুশে  বইমেলা নিয়ে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি নিজেদের ১৪ দফা প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন ও হস্তান্তর করে।


সভায় বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন সানু (লাবনী প্রকাশনী), সাধারণ সম্পাদক মোঃ গফুর হোসেন (রিদম প্রকাশনা সংস্থা), উপদেষ্টা আরিফুর রহমান নাঈম (ঐতিহ্য), শাহ আল মামুন (মনন প্রকাশন), মোহাম্মদ মিজানুর রহমান (শোভা প্রকাশ), আবু বকর সিদ্দিক রাজু (স্বরে-অ)দেশের প্রকাশনা শিল্পের অগ্রযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয় ও 'বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি' পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাবে এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরো খবর