বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৬

সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মতিউর রহমান শাহীন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৮ জুন ২০২১  

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান শাহীন। দলীয় নির্দেশনা অনুযায়ী লোক সমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (০৭ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ  মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

মনোনয়ন ফরম সংগ্রহকালে আলহাজ্ব মতিউর রহমান শাহীন বলেন, আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামীনের অশেষ মেহেরবাণীতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ করেছি। দক্ষিণ সুরমা বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এর মাটি ও মানুষের একজন হয়ে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আজীবন কাজ করতে চাই। তিনি তার এলাকার সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী। 

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব খালেদ আহমদ সহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

No description available.

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মতিউর রহমান শাহীন

এই বিভাগের আরো খবর