শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

সিটিজেন ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪  

প্রযুক্তি ও আর্থিক সেবার উৎকর্ষতার সমন্বয়ে উন্নতমানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে সিটিজেন ব্যাংক কুমিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

২০ জানুয়ারী সকাল ১১ টায় হোটেল এ্যালিট প্যালেস-এ শাখাটির বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারপারসন জনাবা তৌফিকা আফতাব। ব্যাংকের পরিচালক শেখ মোঃ ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, জনাব মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন।

এছাড়াও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিটিজেন ব্যাংক পিএলসি ২০২২ সালের ৩ জুলাই ব্যাংকিং কার্যক্রম শুরু করে। প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্বদিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যাংকটি। 

এই বিভাগের আরো খবর