বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

সর্বত্র গ্যাস সরবরাহের দাবিতে ছাত্র কল্যাণ পরিষদ`র মানববন্ধন

মো: আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: 

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

অগ্রাধিকার ভিত্তিতে জৈন্তাপুরের গ্যাস জৈন্তাপুরে চাই, ঘরে ঘরে গ্যাস চাই-এ স্লোগানকে সামনে রেখে বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস সরবরাহের দাবিতে জৈন্তাপুর উপজেলা  ছাত্র কল্যাণ পরিষদ'র উদ্যোগে হরিপুর বাজার স্টেশনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গত শনিবার (০৯ই ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ'র উদ্যোগে উক্ত পরিষদ'র সভাপতি আখলাকুর জনি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ'র পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ'র ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, বাংলাদেশ আওয়ামী লীগ জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৫নং ফতেপুর ইউনিয়ন আওয়ামিলীগ'র সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ'র যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, দিলদার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ শিমুল, এস কে শাহীন আলম,  দপ্তর সম্পাদক তানিম আহমেদ, ফাহিম আহমেদ, সালমান আহমেদ, নাঈম আহমেদ, জাকির আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ'র সদস্য তারেক আহমেদ, তানজিল আহমেদ, সুমন আহমেদ, তানজিন আহমেদ, মিনহাজ আহমেদ, রিহাদ আহমেদ, আল আমিন, সুহাগ আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন শাখার সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম গ্যাস ও তৈল জৈন্তাপুর থেকে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়ভাবে অগ্রাধিকার থাকলেও বিগত ৫২ বছর থেকে বৃহত্তর জৈন্তিয়ার জনগণ গ্যাস লাইন সরবরাহ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জৈন্তাপুর উপজেলার গ্যাস আজ সারাদেশে সরবরাহ করা হচ্ছে। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস লাইন সংযোগ প্রদান করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস লাইন সরবরাহের ব্যবস্থা করতে স্থানীয় সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর