সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

সমমনা পেশাজীবি জাতীয় গনতান্ত্রিক জোটের উদ্যোগে অবস্থান র্কমসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

০১/০৪/২০২৩ শনিবার সকাল ১১ ঘটিকায় রাজধানী জাতীয়  প্রেস ক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে  সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগ বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা, সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ৩৬ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে। উক্ত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের সমন্বয়কারী বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, 
জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বক্তব্যে বলেন পবিত্র রমজান মাসে সরকার  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্থিতিশীল করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, সাধারণ মুসলমানরা খেয়ে না খেয়ে রমজানের পবিত্রতা রক্ষা করছে। সাধারণ মানুষকে জিম্মি করে বিদ্যুৎ , গ্যাসের দাম অনবরত বাড়িয়েই চলছে, হাসিনা তার বাকশালি টিকিয়ে রাখতে দেশের  সাধারন মানুষের কথা চিন্তা না করে বিরোধী দলের ৬৩ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে  নিজেদের আখের গুছানোর অপচেষ্টা লিপ্ত রয়েছে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোটের সহকারী সমন্বয়কারী জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, প্রধানমন্ত্রী আপনি মুসলমান হলে ৯০% মুসলমানদের দেশে রমজান মাসে নিত্যপন্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিতেন না। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।  বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমরফারক পীরসাহের বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক সবেক সেনাপ্রধান বীর উওম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেরের সহধর্মিনী গত তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক বিএনপি'র চেয়ার পারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরের কৃত রাজনৈতিক ষড়যন্ত্র মূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে দ্রুত মুক্তিদিতেই হবে। অন্যথায় বাংলাদেশর নাগরিক বৃন্দ শৈরাচার আওয়ামী সরকারকে ক্ষমা করবে না।নাগরিক দলের সভাপতি পীরসাহেব আরো বলেন বেগম খালেদা জিয়াকে সরকার কারা অন্তরীন গৃহবন্দী রেখে কয়েক বৎসর যাবৎ মানষীক নির্যাতন চালাচ্ছে, এমতাবস্থায় দেশ ও জাতী রক্ষার স্বার্থে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি করার লক্ষে বাংলাদেশের সকল নাগরিককে শাহসী অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান পীরসাহেব।  উক্ত অবস্থান কর্মসূচিতে শীর্ষ নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন।
, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের  সভাপতি শেখ আলীমুল্লাহ আলীম সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহাম্মেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ । বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ প্রমূখ। 

এই বিভাগের আরো খবর