মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২০

সফাপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামীলীগ সফাপুর ইউনিয়ন শাখার  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে জিয়াউল হক কালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে এমদাদুল হক সায়েম নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০ টায় পাহাড়পুর জিতেন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও ৪৮- নওগাঁ- ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
এসময় ৭নং সফাপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান (বাবলু) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি শাকিল আহম্মেদ বাদল, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল এবং জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল প্রমূখ।
ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সম্পাদক আহসান হাবীব ভোদন।
শেষে  দুপুর ১ টার দিকে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগ সফাপুর ইউনিয়ন শাখার  ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে জিয়াউল হক কালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে এমদাদুল হক সায়েমসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
 

এই বিভাগের আরো খবর