রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৩

সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরা হওয়ার পথে মেসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

বর্ষসেরার দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী মেসি। ছবি: সংগৃহীত

বর্ষসেরার দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী মেসি। ছবি: সংগৃহীত

সপ্তমবারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের পথে লিওনেল মেসি! কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমার মতো প্রতিপক্ষ থাকার পরও কেন আগেভাগেই লিওর নাম ঘোষণা করা হচ্ছে? এই প্রশ্নে অবশ্যই ঘুরে আসতে হবে গেল এক বছরে মেসির অর্জনের ভান্ডার থেকে।


লিওনেল মেসি কেন আবারও একটা ফিফা দ্য বেস্ট জিতবেন? এই প্রশ্নের জবাব খুঁজতে জ্যোতিষী হওয়ার কোনো প্রয়োজন নেই। গেল এক বছরে তিনি কী অর্জন করেছেন, সেই পরিসংখ্যানের পাতায় চোখ বুলালেই বাতাসের মতো স্বচ্ছ হয়ে যায় সব। দৌড়ে এমবাপ্পে, বেনজেমার মতো ফুটবলার থাকার পরও অবলীলায় বেছে নেয়া সম্ভব বছরের বিশ্বসেরাকে।

বিশ্বকাপে যেভাবে খেলেছেন মেসি, তাতে স্বর্ণালি ট্রফিটা আর্জেন্টিনাকে উপহার দেয়ার পরই মিটে যায় অঙ্কের শেষ লাইন। তবে মেসির অর্জন যে আরও সমৃদ্ধ। ইতালিকে হারিয়ে আলবিসেলেস্তেদের জিতিয়েছেন ফিনালিসিমা।

শুধু জাতীয় দলের হয়ে নয়, পিএসজির জার্সিতেও অনন্য ছিলেন লিওনেল মেসি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের আবারও করেছেন চ্যাম্পিয়ন। এ ছাড়াও জিতিয়েছেন সুপার কাপ। তবে পিএসজির হয়ে এখনও তার অধরাই থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ।

ব্যক্তিগত নৈপুণ্যে গেল মৌসুমেও অনন্য এ ‘ম্যাজিশিয়ান’। জাতীয় দল এবং ক্লাব সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৪ ম্যাচে করেছেন ৪৫ গোল। অ্যাসিস্ট আছে ৩৪টি। এর মধ্য দিয়েই জেতা হয়ে গেছে চারটি মেজর শিরোপা।

গোল্ডেন বল জেতার মধ্য দিয়ে মেসি নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার। এই ট্রফি এর আগে ২০১৪-তেও জিতেছিলেন লিও। গেল মৌসুমে ফ্রেঞ্চ সুপার কাপের সেরা ফুটবলার তিনি। এ ছাড়াও হাতে ওঠে বিবিসি স্পোর্টস পার্সনালিটি অব দ্য ইয়ারের পুরস্কার।

সর্বপ্রথম ২০০৯ সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতেন মেসি। সেই ধারাবাহিকতা তার থাকে পরবর্তী তিন বছর। দুই মৌসুম বিরতি দিয়ে ২০১৫-তে আবারও তিনি বিশ্বসেরা। ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর আলাদা হওয়ার পর ২০১৯-এ এই খেতাব শেষবারের মতো জেতেন এ আর্জেন্টাইন তারকা।

এই বিভাগের আরো খবর