বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩

সদর উপজেলায় প্রভাব বিস্তার করতে গিয়ে বিএনপি’র চার নেতা বহিষ্কার

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪  

৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে নানা রকম কর্মকান্ডের কারণে বিতর্কিত হচ্ছে বিএনপি নেতা কর্মীরা। এলাকায় প্রভাব বিস্তার,বিভিন্ন শিল্প কারখানায় ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সহ নানা বিধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বিএনপির নেতারা। আর বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কঠোর অবস্থানে থেকে এই সকল বিতর্কিত নেতাদের বহিষ্কার করে যাচ্ছে।


তারই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপি’র চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডি.এম আজহার, গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার এবং পিরুজালী  ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির।

গত সোমবার (৯ সেপ্টমবর) গাজীপুর জেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব  আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত  এক বার্তায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমান থাকায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম বেপারী, যুগ্ম সম্পাদক ডি.এম আজহার কে বহিষ্কৃত করা হয়েছে। 

গত মঙ্গলবার (১০সেপ্টেম্বর) অপর আরেক বার্তায় গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী স্বাক্ষরিত বার্তায় নাজিম সরকার ও নাজমুল ফকিরের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে প্রমান পাওয়ায় তাদেরকেও বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত শনিবার (৭সেপ্টেম্বর) হাসিবুর রহমান স্বাক্ষরিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এই চার নেতার বিরুদ্ধে  চাঁদাবাজির লিখিত অভিযোগ দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর