সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

সংবাদ প্রকাশের প্রতিবাদ

খালেদ হাসান ময়মনসিংহ:

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪  

গত অক্টোবরের ৬ তারিখ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ দেশ সেরা পুরস্কার পায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৪ নং কানিহারী ইউনিয়ন পরিষদ।

ছয়টি ক্যাটাগরিতে দেশ সেরা দশটি ইউনিয়নের মধ্যে ত্রিশাল উপজেলার ৪ নং কানিহারী ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অধিকার করে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ,এফ হাসান আরিফের হাত থেকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট গ্রহণ করেন কানিহারী ইউনিয়ন পরিষদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ। এই অসামান্য অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ। তিনি প্রতিবাদ করে বলেন, গত এপ্রিল মাসের ২৪ তারিখ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বুল বুল চৌধুরী নামে একজন ব্যক্তির  আমার ভূয়া সিল স্বাক্ষর সম্বলিত একটি নিবন্ধন নিয়ে কয়েকদিন ধরে  সরকার অনুমোদন বিহীন কয়েকটি অনলাইন মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক ও মান হানিকর।

আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আব্দুল লতিফ বলেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ঐ ভূয়া জন্ম নিবন্ধনে আমার স্বাক্ষর ও সিলের সাথে কোন মিল নেই। আমি আমার সকল কাজ একটি নির্দিষ্ট সিল ও স্বাক্ষর এর মাধ্যমে সম্পাদন করি। কিন্তু এই নিবন্ধটির ক্ষেত্রে আমার নামে আলাদা একটি সিল বানিয়ে অন্য স্বাক্ষর দিয়ে করা হয়েছে। শুধু আমার নয় আমাদের কানিহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ মন্ডলের স্বাক্ষরটিও নকল করে করা হয়েছে। আপনারা জানেন বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে হ্যাকারদের দৌরাত্ম বহুগুন বৃদ্ধি পেয়েছে। অনেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ছে এবং স্বীকার করছে কোন না কোন অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এই কাজটি করেছে। ধারণা করছি আমার আইডিটিও হ্যাক করার মাধ্যমে একটি কুচক্রী মহল আমাকে ও আমার কর্মরত ইউনিয়ন পরিষদকে প্রশ্নবিদ্ধ এবং তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এই ভূয়া জন্ম নিবন্ধন করে থাকতে পারে। আপনারা সাংবাদিক, জাতির বিবেক। আমি চাই আপনারা অনুসন্ধানের মাধ্যমে বিষয়টির আসল রহস্য উদঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন। আমি আমার ২০ বছরের কর্মজীবনে কোন প্রকার অসৎ ও বেআইনি কাজের সাথে কখনো যুক্ত হইনি।

চেষ্টা করেছি সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে। যার স্বীকৃতি স্বরূপ এই ইউনিয়ন পরিষদকে দেশ সেরার স্থানে নিয়ে আসতে পেরেছি। আমার এই অর্জনে ঈর্ষান্বিত হয়ে একটি মহল সব সময় বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেছে এবং এখনো করছে। এখন তারা এই জন্ম নিবন্ধনটি নিয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে অতিরঞ্জিত ভাবে সংবাদ প্রকাশ করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টায় রয়েছে।আমি তাদের এই অপচেষ্টা ও মিথ্যা, অতিরঞ্জিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর