বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

আকরাম হোসেন শ্রীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪  

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে,গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার তেলিহাটি,কাওরাইদ,গাজীপুর,মাওনা ইউনিয়নসহ এ চার ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।মঙ্গলবার(১৯ নভেম্বর)বিকাল ৪টায় উপজেলার জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে,জৈনা বাজারে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে প্রদান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির,বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার।সংক্ষিপ্ত সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।ফ্যাসিস্ট  স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিসহ আওয়ামী দোসরদের এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।

 

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা।গাজীপুর জেলা বিএনপির মুক্তিযোদ্দা বিষয়ক সম্পাদক আবুল কাশেম বেপারী,মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সি:সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল,গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান নয়েছ, শ্রীপুর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন,গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক সদস্য ও তেলিহাটি ইউনিয়ন জাসাসের সভাপতি আলীরাজ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মদিন ফকির,গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক উজ্জ্বল হাসান,শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ,তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম সুজন,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ আকরাম হোসেনসহ শ্রীপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর