রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৬

শ্রীপুরে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

এস.এম দুর্জয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি'র নৌকার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(৪ডিসেম্বর))সন্ধ্যায় উপজেলার আবদার গ্রামের কলেজ মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো:আনিছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল মন্ডল,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ মৃধা,আওয়ামী লীগ নেতা জিএস নজরুল ইসলাম,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার আবুল।

 

এসময় নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, সকলকেই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের  বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রুমানা আলী টুসিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান বক্তারা।

শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সোলাইমান হক,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুউদ্দিন,শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক রুহুল আমীন খান,যুবলীগ নেতা শাকিল প্রমুখ।

এই বিভাগের আরো খবর