রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

শেরপুরে কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন 

মোঃ মোস্তফা কামাল  শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪  

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের একতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উক্ত বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। 

সহকারী শিক্ষক রহুল আমীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব ও কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার হোসাইন, ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফরমার এ্যাসিস্ট্যন্ট রেজিস্ট্রার ও  অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ রুকুনুজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা লেবু,  ইউপি চেয়ারম্যান আব্দুলাহ আল হাসান খুররম, আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বাজিতখিলা ইউনিয়নের সাবেক কাজী ও ঈমাম আলহাজ্ব আহম্মদ আলী, ভুয়াপুর ইব্রাহীম খাঁ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অবঃ)  আলহাজ্ব মোঃ নূরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ ফরহাদ আলী, রাসেল বেকারীর স্বত্বাধীকারী আলহাজ্ব মোঃ ইমাম উদ্দিন তালুকদার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।

এই বিভাগের আরো খবর