বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৩

শাল্লার প্রতিটি মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

বিশ্বের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক, সূখ, শান্তি ও অনাবিল আনন্দ এবং পৃথিবী হোক করোনা মুক্ত এই প্রার্থনায় সুনামগঞ্জের শাল্লায় প্রায় প্রতিটি মন্দিরে সনারম্ভরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। 

সোমবার ৩০আগষ্ট শাল্লা উপজেলা সদরের শ্রী শ্রী কালিমন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণের রাঙ্গা চরণে পুষ্পার্ঘের পাশাপাশা ধর্মসভা, গীতাপাট ও আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসুচি পালন করা হয়। 

শুধু শ্রী শ্রী কালিমন্দিরেই নয়, প্রায় প্রতিটি গ্রামের বিভিন্ন পারিবারিক মন্দিরেও বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি পালন করা হয়। 
অসুর কংশসহ বিভিন্ন অত্যাচারীদের ধ্বংস ও শান্তি স্থাপনে প্রায় ৬হাজার বছর পূর্বে দ্বাপর যুগে ভাদ্র মাসের অমবশ্যার অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবী দৈবকির গর্ভে মানুষরূপে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মের পরপরই তিনি চলে আসেন গোকুলে রাণী যশোদার ঘরে। পরে মানুষরূপী ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রীকে বিভিন্ন অত্যাচারীর হাত থেকে মুক্ত করে দ্বারক রাজ্যের প্রতিষ্টা করেন এবং সারা পৃথিবীতে শান্তির বার্তা পৌছে দেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্টা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর আপন মামা কংশকে বধ করতে কোনো দ্বিধা করেননি। 

শুধূ তাই নয়, শ্রীকৃষ্ণ ছিলেন পরম বৈষ্ণব, ধর্ম সংস্কারক, পরম ব্রহ্ম এবং ব্রজের গোপীগণের খেলার সাথী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের এক ক্রান্তিকালে পৃথিবীকে রক্ষার্থে ও মানুষের মাঝে শান্তি বিরাজ করতে এই শুভক্ষণে মানব রূপে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা বিশ্বশান্তি প্রতিষ্টায় অগ্রগামি হতে পারি। আলোচনা কালে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালনসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি শান্তিপূর্ণ ভাবেই পালন করছেন এবং করবেন। ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো বলেও জানান তিনি। 

এই বিভাগের আরো খবর