বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

শান্তিগঞ্জে যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি যানবাহনকে বিভিন্ন পরিমানে জরিমানা করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান ও সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার।

সূত্র জানায়, শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে যানবাহনের উপর যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। যানবাহন আইন না মানায় মোট ৭টি যানবাহনের চালককে ১৮শ টাকা জরিমানা করা হয়। 

এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান ও সহকারি কমিশনার (ভূমি) ছকিনা বেগম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর