বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২১

শান্তিগঞ্জে চালক হেল্পারদের নিয়ে হাইওয়ে থানা ওসির সচেতনতামূলক সভা

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

 

শান্তিগঞ্জ উপজেলায় পৃথকভাবে চালক ও হেল্পারদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ। 
রবিবার দুপুর ১টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ সভা করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন (ওসি) মো. সালেহ্ আহাম্মদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন- আপনারা রাস্তায় যেসব যানবাহন চালান অবশ্যই সেসব যানবাহনের প্রয়োজনীয় সকল কাগজ সাথে রাখবেন। ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। যাত্রীদের আরামদায়ক সেবা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করছি কেউই আইন বিরোধী কোনো কার্যক্রম করবেন না। গন্তব্য নির্বিঘ্ন করতে ট্রাফিক আইন মেনে চলুন। হাইওয়ে পুলিশকে সহযোগিতা করুন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরানের পরিচালনায় বক্তব্য রাখেন- পরিবহণ শ্রমিক নেতা বজলুর রহমান, ফাতেহ্ নূর ও মো. আবুবকর।

এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, পরিবহন শ্রমিক নেতা ফয়জুল হক, আজিম উদ্দিন, আফজল হোসেন, মখদ্দুছ মিয়া, শাহাব উদ্দিন, বাদশা মিয়া, আলম মিয়া, সাইফুল ইসলামসহ বাস, সিএনজি, লেগুনা ও ট্রাকসহ সব শ্রেণির পরিবহণের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সব শ্রেণির পরিবহণ শ্রমিকদের উপস্থিতিতে চালক ও হেল্পারদের সচেতনতামূলক এ সভা করেন তিনি।

এই বিভাগের আরো খবর