বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬২

শান্তিগঞ্জের দরগাপাশায় গণশুনানি ও জনসচেতনতা মূলক সভা

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবা বিষয়ক গণশুনানি, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করায় ১৫ ব্যক্তিকে সম্মাননা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে নাগরিক অধিকার, দূর্নীতি বিরোধী প্রচারণা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের বাংলা বাজারে এসব সভা সম্পন্ন হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য বদরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন ও সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী সৈয়দ নজরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, দরগাপাশা ইউপি সমাজ সেবা কর্মকর্তা জয়ন্ত দাশ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নূর হোসেন, ইউপি সচিব মিতালী বেগম তালুকদার, স্থানীয় সমাজকর্মী আবদুল মজিদ, মাও. আবদুল খালিক, আফরোজ মিয়া, আবদুল হেকিম, আবদুল কাদির, আফাজ উদ্দিন, সুন্দর আলী ও আবদুল হামিদ প্রমুখ।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর