বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৮

লোহাগড়া স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ককে সংগঠন থেকে অব্যাহতি

আমিনুল ইসলাম শান্ত (স্টাফ রিপোর্টার)

প্রকাশিত: ৭ জুন ২০২১  

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক এস এম এহসানুল হক কুশলকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। 

গত ৭ জুন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জল ও সাধারণ সম্পাদক এস এম পলাশ এর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয় তাকে। 

তার নামে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে বলে চিঠিতে জানানো হয়। সেখানে আরও বলা হয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর (গ) উপধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর