রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৭

লাকসামে বজ্রপাত প্রতিরোধে তাল বীজ রোপন কর্মসূচি উদ্বোধন

লাকসাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় গতকাল মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ওইদিন লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের পেয়ারাপুর এলাকায় কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহাম্মদ, পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, লাকসাম পূর্ব ইউনিয়নে কর্মরত বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সাধারণ কৃষক-কৃষাণীবৃন্দ। 

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বজ্রপাত ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এ উপজেলায় প্রায় ১০ হাজার তাল বীজ রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় লাকসাম উপজেলার বিভিন্ন কৃষক কৃষাণীদেরকে তাল বীজ রোপণের উদ্বুদ্ধকরণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর