মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৩

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি সাইফুদ্দিন আনোয়ার

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার।

শনিবার সকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এই সময় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

জানা যায়, সদর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশা দায়িত্বের অবদান রাখা, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিসেম্বর মাসে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠত্ব ক্রেস্ট প্রদান করা হয়।

এই ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল, রামগঞ্জ থানার এসআই মুহাম্মদ কাওসারুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ এসআই, লক্ষ্মীপুর মডেল থানার এএসআই মো. ইলিয়াছকে জেলার শ্রেষ্ঠ এএসআই, লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহিউদ্দিন জুয়েলকে জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, মেডিকেল অফিসার মো. বাকী বিল্লাহ প্রমুখ

এই বিভাগের আরো খবর