সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৯

রাজশাহী আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

২৩ জুন (শুক্রবার) রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকমন্ডলী সহ নেতা-কর্মীবৃন্দ, জেলাধীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকমন্ডলী সহ জেলাধীন সাংগঠনিক উপজেলা সমুহের বিভিন্ন সাংগঠনিক স্তরের দলীয় নেতা-কর্মীবৃন্দ এবং জেলাধীন আওয়ামী লীগের সর্বস্তরের দলীয় জনপ্রতিনিধিবৃন্দ সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নিন্মোক্ত কর্মসূচিসমূহ পালন করা হয়।

সার্বিক আয়োজনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং সার্বিক তত্বাবধান সহ পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এবং আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান। 

২৩ জুন উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগ কর্তৃক উদযাপিত  কর্মসূচি সমূহঃ

 

সূর্যোদয় অন্তে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ জেলাধীন আওয়ামী লীগের সর্বস্তরের সকল দলীয় কার্যালয় এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ সংগঠনের সকল দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার,দেশাত্মবোধক গান প্রচার এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল কর্মসূচি পালন করা হয়। 

জেলাধীন সকল মসজিদ, মন্দির, গীর্জা এবং প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫'এর ১৫ আগস্টের সকল বীর শহীদ, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর বীর শহীদ জাতীয় চার নেতা, মহান ভাষা আন্দোলনের সকল বীর ভাষাশহীদ, মহান মুক্তিযুদ্ধের ত্রিশলক্ষ বীরশহীদ, বাঙালির মুক্তি-স্বাধীনতা-গণতন্ত্র ও প্রগতির সংগ্রাম-আন্দোলনে আত্মদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া/প্রার্থনা করা হয়। 

 

সকাল ১০ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ কার্যালয়ের সামনে থেকে উপস্থিত নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে আনন্দর‌্যালি সহ সকাল ১০.১৫ টায় রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। 

 

বেলা ১১ টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন এবং আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

নেতৃবৃন্দ তাঁদের বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র বিশ্বনন্দিত অদম্য নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রসরমান অগ্রযাত্রায় অদম্য সহযাত্রী হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার নিরবিচ্ছিন্নভাবে রাষ্ট্রক্ষমতায় আসীন করে জননেত্রী শেখ হাসিনা'র স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিণির্মান সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বপ্নের সোনার বাংলাদেশ বিণির্মানে ঐক্যবদ্ধভাবে সংগঠনে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

 

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের আহবানে জেলাধীন সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরূপ কর্মসূচিসমূহ নিজ নিজ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ উপজেলাধীন সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিবৃন্দ সহযোগে পালন করে।

এই বিভাগের আরো খবর