বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের হামলার ফয়সালা করা হবে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৯ মে ২০২২  

রাজপথের আন্দোলনেই বিরোধী নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের হামলার ফয়সালা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। এ ছাড়াও গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলেও জানান তারা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারি দলের নেতাদের মন্তব্য ও ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে যুবদলের বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন বিএনপি নেতারা। এদিন বিভিন্ন ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে প্রেসক্লাবের সামনে স্লোগানমুখর অবস্থান নেয় যুবদল কর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের নির্দেশেই ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেছে। হামলার ঘটনায় দায়ীদের ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই ছাত্রদের সন্ত্রাসী বানিয়েই সরকার ক্ষমতায় থাকতে চায়। এ সরকার আগামী দিনে জনগণের রায় হতে রেহাই পাবে না।
অন্যদিকে, ঝিনাইদহে বিএনপির সম্মেলনে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আবারও জানান, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবেন না তারা।
ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বারবার বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনেই সব অনিয়মের জবাব দেয়া হবে।

এই বিভাগের আরো খবর