শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ২

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪  

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।


আহত দুজন হলেন পল্লব বর্মন বিবেক (২৩) ও গৌতম প্রধান (২২)। তবে তাদের কাছ থেকে ছিনতাইকারীরা কিছুই ছিনিয়ে নিতে পারেনি।  
স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

আহতরা জানান, তাদের বাড়ি জয়পুরহাটে। তবে বর্তমানে এজেআর কুরিয়ার সার্ভিসের হাজারীবাগ শাহজাহান মার্কেট শাখার সুপারভাইজার হিসেবে দুজনই চাকরি করেন। থাকেন ওই এলাকাতেই। গত ৯ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত রাতে সেখান থেকে ঢাকায় ফেরেন। ভোরে কল্যাণপুরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত অটোরিকশায় যান মোহাম্মদপুর তিন রাস্তা সিএনজি স্ট্যান্ডে। সেখান থেকে হাজারীবাগে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরপরই ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে তাদের অটোরিকশার কাছে আসে। এসেই তাদের সঙ্গে যা আছে তা বের করে দিতে বলে এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তাদের চিৎকারে কিছু ছিনিয়ে নিতে না পেরেই ছিনতাইতারীরা সেখান থেকে পালিয়ে যান।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সহকর্মীরা খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহতরা আরও জানান, তাদের কাছে টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ সবকিছুই ছিল। তবে ঘটনার সময় আশপাশে লোকজন থাকায় এবং তাদের চিৎকারের জন্য সেসব ছিনিয়ে নিতে পারেনি ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বাংলানিউজকে জানান, ওই দুই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এই বিভাগের আরো খবর