বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২২

রাঙ্গাবালী সরকারি কলেজের ফলাফলে নিন্দার ঝর

কাওছার আহম্মেদ : রাঙ্গাবালী (পটুয়াখালী)  প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

পটুয়াখালীর রাঙ্গাবালী সরকারি কলেজের এইচএসসির ফলাফল প্রকাশের পর থেকেই নিন্দা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেখানে শিক্ষকদের অভ্যন্তরীন দ্বন্দে ও পাঠদানে উদাসীনতার অভিযোগ তুলে ধরা হয়। আর অভিভাবকরা ফলাফলের কারণে শিক্ষকদের প্রতি নিন্দা প্রকাশ করেছেন। এমন ফলাফলের কারনে শিক্ষার্থীদেরকে দুষলেন সরকারি কলেজের অধ্যক্ষ।

জানা গেছে, রাঙ্গাবালী উপজেলায় ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জেনারেল, কারিগরি ও মাদরাসা হতে ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২৮২ জন। তার মধ্যে ২৩২ জন শিক্ষার্থী হলেন রাঙ্গাবালী সরকারি কলেজের।

ফলাফল প্রসঙ্গে অভিভাবকরা বলেন, ‘রাঙ্গাবালী সরকারি কলেজ এখন রাজনীতির পাঠশালা হিসেবে গড়ে উঠছে। এখানে ছাত্রদের ওপর নেই শিক্ষকদের কঠোর নজরদারী। বাসা হতে কলেজের নাম করে ছাত্রছাত্রীরা বেরিয়ে গেলেও যদি কলেজে অনুপস্থিত হয় সে তথ্য বাসায় জানানো শিক্ষকদের দায়িত্বের একটি অংশ। এছাড়াও শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ পদ নিয়ে লড়াই চলছে দীর্ঘদিন। যার কারণে নিয়মিত পাঠদান হতে বি ত হয় শিক্ষার্থীরা। তার জন্যই এমন নিন্দনীয় ফলাফল উপহার পেল।’

এ বিষয়ে রাঙ্গাবালী সরকারি কলেজ অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘পড়াশোনা যেমন করবে রেজাল্ট তেমন হবে। কেন্দ্রে পরীক্ষা ফেয়ার হয়েছে। শিক্ষার্থীরা ভুল করলে সেখানে শিক্ষকদের কিছু করার নেই। আর অধ্যক্ষ পদ নিয়ে ঝামেলার প্রভাব পাঠদানে পড়ে নাই। পাঠদানে শিক্ষকরা যায় কিন্তু ছাত্ররা প্রাইভেট পড়ে পালিয়ে চলে যায়। এই ফলাফলে আমিও হতাশ।’

এই বিভাগের আরো খবর