সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৯

রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী – পটুয়াখালী। 

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

চতুর্থ ও শেষ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদের  নির্বাচনে রাঙ্গাবালী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ঘোড়া প্রতীকের প্রার্থী সাইদুজ্জামান মামুন খান  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে  বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙ্গাবালী  উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

 

ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে ২৬ হাজার ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী সাইদুজ্জামান মামুন খান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের বাশেদ সরদার পেয়েছেন ২১ হাজার ৫১  ভোট।

 

রাঙ্গাবালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে  ১৯ হাজার ৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আসাদুজ্জামান আসাদ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উড়জাহাজ প্রতিকের রবিউল হাসান পেয়েছেন ১০ হাজার ৭৮৮ ভোট।

 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাস প্রতীকের ফেরদৌসী পারবিন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিকের নারগিস পারবিন পেয়েছেন ১৪ হাজার ৪৫৪ ভোট।

 

ভোটগ্রহণ শেষে বুধবার রাতে  বেসরকারি ফলাফল ঘোষণা করেন রাঙ্গাবালী উপজেলা  নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

 

উপজেলার মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ৭০০ জন।

এই বিভাগের আরো খবর