রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২

রাঙ্গাবালীতে স্লুইজগেট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪  

মাছ ধরার জন্য স্লুইসগেট  দখল নিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। রোববার রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সংলগ্ন চরবগলা স্লুইসগেট  দখল করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় কৃষকরা জানান, তাদের চাষাবাদের সুবিধা ও জলাবদ্ধতা নিরসনের জন্য স্লুইসগেট (জলকপাট ) নির্মাণ করা হয়েছিল। কিন্তু ক্ষমতার ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা বছরের পর বছর স্লুইসগেট  দখল করে জাল দিয়ে মাছ ধরে। ইচ্ছেখুশি মত পানি ওঠায়-নামায়। 

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে মৌডুবি ইউনিয়নের চরবগলা স্লুইজটটি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের  কব্জায় ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপির দুই পক্ষের নজর পড়ে ওই স্লুইজগেট। মাছ ধরার জন্য দুই পক্ষই স্লুইসগেট  দখলে নিতে চায়। তাদের দুই পক্ষের আধিপত্য বিস্তার এবং স্লুইসগেট  দখল নিয়ে রোববার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর ছয়জন; তারা হলেন-দেলোয়ার তালুকদার (৪৫), আমিনুর রহমান (৪০), শাকিল তালুকদার (৩৫), রাব্বি ভুইয়া (২৮), খলিল হাওলাদার (৪৫), রুহুল আমিন হাওলাদার (৪০)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা শহর পটুয়াখালীতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।   

এই বিভাগের আরো খবর