সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৬

রকমারি স্টাইলের আইলাইনার লুক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

আইলাইনার পরতে সবাই কমবেশি ভালবাসেন। কেউ সরু, কেউ বা মোটা করে আইলাইনার দিয়ে চোখ আঁকতে পছন্দ করেন। তবে কেমন আইলাইনার পরবেন, তার অনেকটাই নির্ভর করে চোখের আকারের উপর। আর এই আইলাইনারের সঠিক কেরামতিতেই আপনি সবার মাঝে হয়ে উঠতে পারেন অনন্যা। তৈরি করতে পারেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। আপনি নিজের মতো করে আইলাইনার পরতেই পারেন। কিন্তু একটু অন্যরকম সাজতে তো সবাই চায়। তাই দেখে নিন নীচের পদ্ধতিগুলো আপনার থেকে আলাদা কিনা।

ন্যাচরাল স্টাইল আইলাইনার লুক
রোজকার অফিসের জন্য একেবারে পারফেক্ট এই সাজ। পরাও খুব সহজ। চোখের স্বাভাবিক শেপটাকেই হাইলাইট করে এই লুকটি। উপরের ল্যাশলাইন বরাবর ছোট ছোট বিচ্ছিন্ন স্ট্রোক আঁকুন। তারপর আর একবার তার উপর তুলি চালিয়ে স্ট্রোকগুলো জুড়ে দিন। একটানে আঁকবেন না। তাতে লাইনটা অসমান হয়ে যেতে পারে। আইলাইনারের তুলি ধরা হাতের কড়ে আঙুলটা গালের উপর রাখলে বাড়তি সাপোর্ট পাবেন। লাইনটা আঁকা হয়ে গেলে বাঁ হাত দিয়ে চোখের পাতাটা একটু উপরে টেনে ধরুন, আর কাজল পেনসিল দিয়ে ল্যাশ লাইন বরাবর গাঢ় করে এঁকে নিন। চোখের নিচের পাতার ওয়াটার লাইনে কাজল পরে নিলেই আপনি রেডি।


 
হেভি বটম স্টাইল লুক
চোখের কোলে ঘন কাজল পরাটাই এই লুকের মূল উদ্দেশ্য। তাতে চোখ বড় আর উজ্জ্বল দেখায়। চোখের নীচের পাতার ওয়াটার লাইন ধরে অল্প করে ক্রিম-বেসড কাজল পরুন, তারপর স্মাজ ব্রাশ দিয়ে অল্প স্মাজ করে দিন। এর উপরে ম্যাচিং আই শ্যাডো ডাস্ট করে নিলে কাজলটা অনেকক্ষণ স্থায়ী হবে। চোখের নিচের পাতায় কনসিলার লাগিয়ে নিলে লুকটা পরিচ্ছন্ন দেখাবে।

ক্যাট আই স্টাইল লুক
রাতপার্টিতে বা বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধের আড্ডায় চলতে পারে এই লুকটি। প্রথমেই চোখের নীচের ল্যাশলাইন থেকে শুরু করে বাইরের দিকের কোণায় একটা ছোট কোনাকুনি লাইন আঁকুন, তারপর ওই ছোট লাইনটার মাথা থেকে শুরু করে চোখের মাঝামাঝি পর্যন্ত আর একটা রেখা আঁকুন। মাঝের তিন কোণা ফাঁকা জায়গাটা লাইনার দিয়ে ভরাট করে দিলেই ক্যাট আই রেডি। এবার ভিতরের কোণা থেকে মাঝামাঝি লাইনার টেনে দিন।

ডাবল উইংড লুক
এই স্টাইলটিতেও ক্যাট আইয়ের মতো করেই লাইনার পরে নিন। তারপর ক্যাট আইয়ের উইং বরাবর ঠিক নীচেই আর একটি সরু রেখা টানুন নীচের পাতার ল্যাশ লাইন থেকে বাইরের দিকে।