রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

ম্যাচ শেষের আগেই খেলোয়াড়দের করমর্দন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে ২১ রানে হেরেছে ভারত। তবে ম্যাচের শেষ দিকে দেখা গেল অদ্ভুত দৃশ্য।
ম্যাচ শেষ হওয়ার আগেই ভুলে খেলোয়াড়রা হাত মেলাতে শুরু করে। 

ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করলেন দু’দলের ক্রিকেটাররা। পরে আম্পায়াররা এসে বোঝানোর পর ভুল ভাঙে। আবার মাঠে গিয়ে যে যার মতো করে পজিশন নেন।

ভারতের শেষ ওভারের পঞ্চম বলে ঘটনাটি ঘটে। ততক্ষণে ভারতের হার নিশ্চিত হয়ে গেছে। লকি ফার্গুসনের পঞ্চম বলে আউট হন ওয়াশিংটন সুন্দর। তখনও উমরান মালিকের ব্যাট করতে আসা বাকি। এদিকে ফার্গুসনেরও একটি বল বাকি ছিল। কিন্তু দুদলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করে। তবে হঠাৎ ভুল ভাঙে সবার।

এদিকে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও ভুল করে বলেন, নিউজিল্যান্ড ম্যাচটি জিতে গিয়েছে। তবে কিছুক্ষণ পর তার ভুল ভাঙ্গে। এরপর ম্যাচটি আবার শুরু হয় এবং শেষ বলে উমরান মালিক চার মারেন।
ক্রিকেটে এমন নজির খুব কমই দেখা যায়। তবে ম্যাচ শেষ হওয়ার আগে সবাই ভুলে যাওয়ার ব্যাপারটি খুবই আশ্চর্যের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে স্বাগতিক ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার (৩০ জানুয়ারি) লক্ষ্মৌতে।

এই বিভাগের আরো খবর