মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

মৌলভীবাজার-১ আসনে নৌকার মাঝি মোঃ শাহাব উদ্দিন

মোঃ মাছুম আহমদ, জুড়ী (মৌলভীবাজার)

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

মৌলভীবাজার ১ জুড়ী  বড়লেখা আসনে  জুড়ী উপজেলার ৪৪ টি ভোট কেন্দ্রের ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (লুসিকান্ত হাজং) বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

মোঃ শাহাব উদ্দিন নৌকা মার্কায় ৪৩ হাজার ২৭৯ পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম (ট্রাক) পেয়েছেন ১১ হাজার ১৩১ ভোট পেয়েছেন । এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬৯৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন পেয়েছেন ৮৯৮ ভোট।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৪৪ টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই চা বাগানের ভোট কেন্দ্র ছাড়া বাকি সকল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার বাড়তে শুরু করে ভোটারদের উপস্থিতি।

এই বিভাগের আরো খবর