রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৩৫

মা-মেয়েকে নিয়ে ওমরাহ পালন করেছেন পূর্ণিমা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

 

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখন সৌদি আরবে। জানা গেছে, মা ও মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালন করেছেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতে তার ফেসবুকে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা পোশাক পরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা পূর্ণিমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। আগেই জানান, সবকিছু ঠিক থাকলে ০৮ জানুয়ারি দেশে ফিরবেন।

দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার।

ব্যক্তি জীবন ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ।