মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

মান্দায় আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

নওগাঁর মান্দায় আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উপজেলার নহলা কালুপাড়া গ্রামে এ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে এ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম গোলাম আজম।

এসময় উপস্থিত ছিলেন, বিষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার এবং বর্তমান ইউ’পি সদস্য আব্দুল আজিজ প্রমূখ।

এব্যাপারে ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম গোলাম আজম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের জনসাধারনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট তৈরীসহ হাট বাজারের উন্নয়ন সাধন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পথচারীদের জনদুর্ভোগ নিরসনে এ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর