মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

মান্দার ভারেশোঁ ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

নওগাঁর মান্দায় একদলীয় তামাশার নির্বাচন বর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবং অবিলম্বে এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভারেশোঁ  ইউনিয়নের শ্রীকলা মোড়ে ১নং ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। অপরদিকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন চারু,  মান্দা উপজেলা যুবদলের যুগ্ম -আহ্বায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান,ওবায়দুল হক,সিদ্দিক হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, সদ্য কারামুক্ত উপজেলা উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহ্বায়ক তালহা জোবায়ের,ছাত্রদল নেতা আল আমিন, রিসালাত-ই সাজিদ, ভারশোঁ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমূখ। এসময় ভারশোঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর