বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৮

মানবিক সাহায্যের আবেদন বাঁচতে চায় মাসুদ রানা.. 

মো:সুমন হাসান বাপ্পি, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে মাসুদ রানা  তিনি  জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে সে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

মানুষ মানুষের জন্য টেলিকম কোম্পানির খুদে  একজন সদস্য. সামান্য বেতনে সংসারে চারজন সদস্য। বিগত এক বছর পূর্বে এই যুবক রাণীশংকৈল  মহাসড়কে দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হয়। সে  আহতের ইনফেকশনে আজ বিশাল বিরল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ইতিমধ্যে দেশের বিভিন্ন নামিদামীডাক্তারের নিকট শরণাপন্ন  হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায়. তিনি মেরুদন্ড এর হাড়ের সমস্যায় ভুগছেন এবং পায়ের প্রধান রগটি শুকিয়ে গেছে এজন্য সার্জিক্যাল ভাবে অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবার নিতে হবে। এজন্য দেশের বাইরে চিকিৎসকের নিকট হারানো পণ্য  হওয়ার নির্দেশ দিয়েছেন। এইজন্য অনেক অর্থের প্রয়োজন. ইতিমধ্যে তিনি যা কিছু উপার্জন করেছিল তা  চিকিৎসা সেবা নিতে সর্ব শান্ত হয়ে গেছেন। তাই তিনি দেশ  বিদেশের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন।।  সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার :০১৭৩৭৪১৯১০৩

উপজেলা বালিয়াডাঙ্গী ৫ নং দুওসুও ইউনিয়ন এর চার নং ওয়ার্ডের বাসিন্দ।

এই বিভাগের আরো খবর