বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭২

মধুখালীতে স্বেচ্ছাসেবকলীগের জরুরী বর্ধিত সভা

মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী প্রতিনিধি:

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম ও  করোনা পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য বর্ধিত সভাটি আহবান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলীউজ্জামান খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য আদনান সুমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম খোকন, মাহবুবুর রহমান, সুজিত ঘোষ, সাবেক কমিশনার মির্জা আব্বাস প্রমুখ। অধিকাংশ বক্তা করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। স্বেচ্ছাসেবকলীগের  আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ বলেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগকে একটি মডেল সংগঠনে রূপান্তরের চেষ্টা চলছে। এজন্য আগামীতে স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন পর্যায়ে যে কমিটি হতে যাচ্ছে সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করা হবে। তিনি বলেন করোনাকালীন সংকটে সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত। এরকম পরিস্থিতিতে শুধু দলের উপর নির্ভর না করে ব্যক্তি পর্যায়েও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। করোনা পরিস্থিতির অবনতি রুখতে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীর উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এই বিভাগের আরো খবর