সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৮

মদ শেষ হওয়ায় স্যানিটাইজার পান, রাশিয়ায় প্রাণ গেল ৭ জনের

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

রাশিয়ায় পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ায় হ্যান্ড স্যানিটাইজার পান করে প্রাণ হারিয়েছেন সাতজন। এ ছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার তাত্তিনস্কি জেলার তমতর গ্রামে পার্টি করছিলেন এক দল লোক। পার্টিতে উপস্থিত থাকা ৯ জনই মদ্যপান করেছিলেন। এক পর্যায়ে মদ শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা হ্যান্ড স্যানিটাইজার পান করা শুরু করেন।  এতে প্রাথমিক তিনজন, পরে হাসপাতালে গত দুইদিনে আরও চারজনের মৃত্যু হয়।

ভিকটিমদের বয়স ২৮ থেকে ৬৯ এর মধ্যে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। 

এ বিষয়ে রাষ্ট্রীয় আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছেন তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল, যা করোনা মহামারীর সময়ে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়।

এই বিভাগের আরো খবর