সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৯

মতপ্রকাশের স্বাধীনতার মাত্রা থাকা উচিত: জাস্ট্রিন ট্রুডো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

মতপ্রকাশের স্বাধীনতার মাত্রা থাকা উচিত বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো।

ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও ইসলাম বিদ্বেষ সম্পর্কে কথা বলতে গিয়ে শুক্রবার ট্রুডো বলেন, আমরা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করব। তবে এর নির্দিষ্ট মাত্রা রয়েছে। মতপ্রকাশের ক্ষেত্রে সীমা লঙ্ঘন উচিত নয়। 

কাডানার প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বিচারে কোনো সম্প্রদায়কে আক্রমণ করা উচিত নয়। বিশেষত, এমন কারও বিরুদ্ধে অবস্থান নেয়া উচিত নয়, যারা বৈষম্যের শিকার। খবর আলজাজিরা ও দ্য গার্ডিয়ানের। ।

ফ্রান্সের ঘটনার উদাহরণ টেনে ট্রুডো বলেন, আমরা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করব। একই সঙ্গে সমাজে বসবাসকারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু করব না। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি জনাকীর্ণ থিয়েটারে কেউ হামলা করতে পারে না। সব কিছুরই নির্দিষ্ট মাত্রা রয়েছে। সেটি সবাইকে মেনে চলতে হবে। 

ফ্রান্সে গির্জায় ছুরি হামলার কথা উল্লেখ করে তিনি এর নিন্দা জানান এবং বলেন, এসব হামলাকারী কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না। 

শুক্রবার সংবাদপত্রের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রুডো উল্লেখ করেন, আমরা যেমন বৈচিত্র্যপূর্ণ সমাজে বসবাস করি, সেখানে কথাবার্তা ও প্রতিটি পদক্ষেপে সচেতন থাকার বিকল্প নেই।

এদিকে ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও ইসলাম বিদ্বেষের প্রতিবাদে শুক্রবার মুসলিম বিশ্বজুড়ে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। পাকিস্তান, আফগানিস্তান, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন ও বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নেমে আসেন লাখো বিক্ষোভকারী। 

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতিজ্ঞার কারণে ক্ষুব্ধ মুসলিমরা ফ্রান্সবিরোধী বিক্ষোভে অংশ নেন। 

এ সময় ফ্রান্সের পণ্য বর্জনসহ দেশটিকে বয়কটের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নিজেদের জীবন দিয়ে হলেও নবী (সা.)-এর অবমাননা প্রতিহত করার ঘোষণা করেন তারা।

এই বিভাগের আরো খবর