মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০২

ভোলায় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রুহুল আমিন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

ভোলার বোরহানউদ্দিনে জনতার বিক্ষোভে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় আমি যতদূর জানি পুলিশ আত্মরক্ষার্থেই গুলি ছুড়েছে। তবে গুলির অনুমতি কে দিয়েছে এটা তদন্ত করে বের করা হবে।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশ কিংবা অন্য কারও দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গত শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়ার ২নং ওয়ার্ডের বিল্পব চন্দ্র শুভ তার ফেসবুক আইডিতে নবীকে নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য দেয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ক্ষেপে যায় পুরো মুসলিম সমাজ। এর পরিপেক্ষিতে রবিবার পুলিশ জনতা সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ পুলিশসহ দুই শাতাধিক আহত হয়।

এই বিভাগের আরো খবর