মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৬

ভোট ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি

ভোট ছাড়া বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন সম্ভব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। এটা আনার কোনো সুযোগও নেই। দেশে অনির্বাচিত সরকার আর ফিরে আসবে না। এ ব্যাপারে সংবিধান সংশোধনেরও কোনো সুযোগ নেই।’ উন্নয়নকে থামিয়ে দিতে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সমালোচনার জন্য সমালোচনা করছে বিএনপি। তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বিদেশি শক্তি তাদের সাথে একাট্টা হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

‘দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অথচ তারা এই উন্নয়নকে থামিয়ে দিতে চায়,’ বলেন তিনি। মুক্তিযোদ্ধাদের ঐক্যে ফাটল জাতির জন্য বিরাট ক্ষতি কারণ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘৭৫ এ মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করতে পারতো না।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য বিএনপি আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে। তারা আবার বলছে বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো। তারা দেশবিরোধী মিথ্যাচার করছে। স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে কেউ ছাড় পাবে না। এ জন্য মুক্তিযুদ্ধ সংসদকে শক্তিশালী করতে হবে।’ এ জন্য বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ করার পরামর্শও দেন তিনি। সভায় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাবেক মন্ত্রী শাজাহান খানও বক্তব্য দেন।

এই বিভাগের আরো খবর