শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

ভিলাকে হারিয়ে চেলসির স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

অ্যাস্টন ভিলাকে বুধবার ৩-১ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে চেলসি। এর মাধ্যমে কোচ মরিসিও পচেত্তিনোর উপর চাপ কমিয়েছে তার শিষ্যরা। 

ভিলা পার্কে কনর গালাহার, নিকোলাস জ্যাকসন ও এনজো ফার্নান্দেজের গোলে চেলসির জয় নিশ্চিত হয়। এই জয়ে রোববার প্রিমিয়ার লিগে উল্ফসের কাছে ঘরের মাঠে ৪-২ গোলের পরাজয়ের হতাশা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছে ব্লুজরা।


সপ্তাহের শেষে উল্ফসের কাছে বড় এই পরাজয়ে কোনভাবেই মেনে নিতে পারেনি চেলসি সমর্থকরা। এর আগে লিভারপুলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। যে কারণে স্ট্যামফোর্ড ব্রীজে দলটিকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। 


পচেত্তিনোর দল এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ১১তম স্থানে রয়েছে। যে কারণে এফএ কাপের আগেভাগে বিদায়ে পচেত্তিনোর ভবিষ্যৎ নি:সন্দেহে শঙ্কায় পড়ে যেতো। ম্যাচের আগেন দিন পচেত্তিনো ইঙ্গিত দিয়েছেন চাকরির চাপে তিনি নিজের চুল হারাতে চান না।


বুধবারের ম্যাচে দল নির্বাচনে কিছু সাহসী সিদ্ধান্তে প্রশংসা কুড়িয়েছেন পচেত্তিনো। থিয়াগো সিলভাকে মূল দলে সুযোগ দেননি তিনি। দল থেকে বাদ পড়েছেন রহিম স্টার্লিং। বেশ কিছু প্রতিভাবান তরুণদের নামান এই কোচ।


১১ মিনিটে পোস্টের খুব কাছে থেকে দলকে এগিয়ে দেন গালাহার। মৌসুমে এটি তার প্রথম গোল। কাল মালো গুস্তোর ক্রসে দারুণ এক হেডে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। 


প্রায় এক বছর ভিলা প্রিমিয়ার লিগে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ১৭টি হোম ম্যাচে অপরাজিত ছিল। এক সপ্তাহ আগে ভিলা পার্কে নিউক্যাসলের বিপক্ষে হেরে সেই রেকর্ড বাঁধা পড়েছে। ৫৪ মিনিটে ফার্নান্দেজের নিখুঁত ফ্রি-কিকে ব্যবধান ৩-০ হয়। 


সাম্প্রতিক সময় ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রয়েছে আর্জেন্টাইন এই তারকা হয়তোবা চেলসি ছাড়ছেন। বেনফিকা থেকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডে তিনি মাত্র এক বছর আগে চেলসিতে এসেছিলেন। কিন্তু ফার্নান্দেজের পক্ষ থেকে তেমন কোন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 


স্টপেজ টাইমে মৌসা ডিবে ভিলার পক্ষে একটি গোল পরিশোধ করেছেন। তবে তাতে দলের হার এড়ানো সম্ভব হয়নি।


 

এই বিভাগের আরো খবর